হোম > সারা দেশ > যশোর

সাইকেল নেওয়ায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত

চৌগাছা (যশোর) প্রতিনিধি 

শিহাব হোসেন। ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় বাইসাইকেল নিয়ে ঝগড়ার সময় বড় ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম শিহাব হোসেন (২১)। তিনি শাহাজাদপুরের পশ্চিমপাড়ার কাতারপ্রবাসী মহিদুল ইসলামের ছেলে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৫) পালিয়ে গেছেন।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শিহাব আজ দুপুরে বড় ভাই সুমনের বাইসাইকেল নিয়ে এক প্রতিবেশীর বাড়িতে যান। পরে ফেরার পর এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাগ্‌বিতণ্ডা। একপর্যায়ে উত্তেজিত সুমন কোমর থেকে ছুরি বের করে শিহাবের পিঠে আঘাত করেন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিহাবের মা তারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাইসাইকেল নিয়ে ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল। দূর থেকেই টের পেয়েছিলাম। কাছে যেতেই দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে।’

নিহতের মামা শুকুর আলী বলেন, ‘ঘটনার সময় বাড়ির উঠানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে। তখন সে বলল, মামা, আমাকে হাসপাতালে নিয়ে চলো, না হলে আমি বাঁচব না। পরে দ্রুত স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে আসি।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আনোয়ারুল আবেদীন জানান, শিহাবের পিঠের বাম দিকে ছুরির গভীর আঘাত ছিল, যা প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে আমরা অভিযান শুরু করেছি। আশা করছি, দ্রুতই গ্রেপ্তার হবে।’

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক