হোম > সারা দেশ > যশোর

ট্রান্সফরমার চোর সন্দেহে ২ যুবক গ্রেপ্তার

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার তাঁদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার সুজাপুর গ্রামের আল আমিন (২২) ও রনি হোসেন (২০)। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, যশোর–সাতক্ষীরা সড়কের কেশবপুর পৌরসভার গোলাঘাটা নামক এলাকায় কামরুল বিশ্বাসের ঘেরের পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে শুক্রবার রাতে ট্রান্সফরমার চুরির প্রস্তুতিকালে সুজাপুর গ্রামের আল আমিন ও রনি হোসেন নামে দুই যুবক এলাকাবাসীর হাতে ধরা পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হন। এ সময় তাঁদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সরঞ্জাম পাওয়া যায়। পুলিশ তাঁদের ওই রাতেই থানা হেফাজতে নিয়ে আসেন। 

যশোর পল্লি বিদ্যুৎ সমিতির কেশবপুর জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মুহম্মদ আবদুল লতীফ বলেন, গত ৬ মাসে এ উপজেলা থেকে ৯টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ট্রান্সফরমার চুরি হওয়ায় গ্রাহকদের পড়তে হয় বিপাকে। 

এ ব্যাপারে কেশবপুর থানার ওসি বোরহান উদ্দীন বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর সন্দেহে গ্রেপ্তারকৃত ওই দুই যুবককে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা