হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায়  আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৮টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু  করেছে। পুলিশ, উপজেলা প্রশাসন, বনরক্ষী ও স্থানীয় বাসিন্দারাও অংশ নিয়েছেন কাজে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপপরিচালক মামুন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল শনিবার বেলা পৌনে ৩টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পায় বন বিভাগ। তারপর বন বিভাগ, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে  উপস্থিত  হয়।  তবে সন্ধ্যা  হওয়ায় আগুন নেভানোর কার্যক্রম শুরু না করেই ফিরে যান তারা। রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় প্রশাসন আগুন নেভানোর কাজ শুরু করে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের উপপরিচালক মামুন মাহমুদ বলেন, ‘সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সেখানে ছুটে যান।  গতকাল সন্ধ্যা হওয়ায় আমরা কার্যক্রম শুরু করতে পারি নাই। রোববার সকাল থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটে তৈরি আছে। তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ  শুরু করছে। নৌবাহিনী, বন বিভাগ, পুলিশসহ স্থানীয় প্রশাসন আগুন নেভানোর কাজ শুরু করেছে।

আরও পড়ুন: 

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ