হোম > সারা দেশ > সাতক্ষীরা

ভারত থেকে বাংলাদেশ সীমান্তে অবৈধ প্রবেশ, আটক ৬

প্রতিনিধি

কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরা সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় ছয় বাংলাদেশিকে আটক করেছে সীমান্ত বিজিবি। আজ সোমবার সীমান্তে আটকের বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পিএসসি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ।

গণমাধ্যমের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গতকাল রোববার রাতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক হিজলদী, মাদরা, তলুইগাছা এবং বৈকারী বিওপি'র সীমান্ত থেকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলা মহাদেবপুর থানার গাহোলি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে আনারুল ইসলাম (৪০), চট্টগ্রাম আনোয়ারা থানার সিংহরা গ্রামের লঘু সরকারের ছেলে শ্রী নয়ন সরকার (২৭), খুলনা কয়রা থানার মদিনাবাদ ইউনিয়নের মৃত আক্তাব গাজীর ছেলে আলী আজম (২৫) তাঁর স্ত্রী মিনান নাহার (২১) ছেলে আরিফ হোসেন (৫) ও যশোর অভয় নগর থানার কুদলা গ্রামের মৃত খোকা ফকিরের ছেলে শরিফুল ফকির (৩১)।

আটককৃত বাংলাদেশি নাগরিকদের জেলা প্রশাসন, সাতক্ষীরা এর তত্ত্বাবধানে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় এবং কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আটককৃত নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার