হোম > সারা দেশ > সাতক্ষীরা

বনকর্মীর নেতৃত্বে সুন্দরবনের চার শতাধিক গাছ কর্তন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের টেংরাখালী টহল ফাঁড়িতে কর্মরত বনকর্মীর নেতৃত্বে সুন্দরবন থেকে চার শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে। টহল ফাঁড়ির রান্নার কাজে ব্যবহারের পাশাপাশি স্থানীয়দের কাছে জ্বালানি হিসেবে বিক্রির জন্য চারজন বহিরাগত শ্রমিক নিয়ে ওই গাছ কাটা হয়। 

গত শনিবার সাতক্ষীরা রেঞ্জের টেংরাখালী টহল ফাঁড়ির আওতাধীন মাথাভাঙ্গা খালসংলগ্ন এলাকায় এসব গাছ কাটা হয়। এরপর কেটে ফেলা গাছগুলো বন বিভাগের দুটি নৌকায় টেংরাখালী টহল ফাঁড়িতে নেওয়া হয়। তবে এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন সময়ে পরস্পরবিরোধী বক্তব্য দেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে টেংরাখালী টহল ফাঁড়ির নৌযানের চালক রফিকুল ইসলামের নেতৃত্বে একই এলাকার মিজানুর, নিখিলসহ পাঁচজন সুন্দরবনে প্রবেশ করেন। বেলা আড়াইটার দিকে একটি ডিঙি নৌকাসহ বন বিভাগের বড় একটি নৌযানভর্তি সদ্য কাটা গাছ নিয়ে তাঁরা মাথাভাঙ্গা খালে পৌঁছান। এ সময় স্থানীয়রা অপর একটি গাছভর্তি নৌযান আটকের চেষ্টা করে। তবে নৌকা দুটি গতি বাড়িয়ে টেংরাখালী টহল ফাঁড়ির দিকে চলে যায়। নৌকা দুটিতে চার শতাধিক কাটা গাছের গুঁড়ি ছিল বলেও জানিয়েছেন তাঁরা। 

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সুন্দরবন থেকে গাছ কাটার বিষয়টি বুঝতে পেরে শুরুতে তাঁরা ভিডিও ধারণের চেষ্টা করেন। এ সময় গাছ পরিবহনে ব্যবহৃত নৌযান দুটিতে তড়িঘড়ি করে বন বিভাগের পতাকা লাগানোর চেষ্টা করা হয়। এমনকি টহল ফাঁড়ির ইনচার্জের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তাঁরা। 

এ বিষয়ে প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম জানান, বনের মধ্যে গাছ কেটে রাখার খবর পেয়ে অভিযানে গিয়ে তাঁরা ওই সব গাছ উদ্ধার করেন। তবে এ সময় সঙ্গে বহিরাগতরা থাকলেও অভিযানে বন বিভাগের কোনো সদস্য না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘টহল ফাঁড়ির ইনচার্জ বিলাল স্যার সব জানেন।’ 

এদিকে টেংরাখালী টহল ফাঁড়ির ইনচার্জ বিলাল হোসেন বলেন, ‘হয়তোবা ইনফরমেশন পেয়ে তাঁরা কাঠ উদ্ধারে গেছেন।’ তাহলে আপনি কি আদৌ জানেন না—প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি খোঁজ নিচ্ছি।’ 

পরবর্তীকালে সিপিজির এক সদস্যের মাধ্যমে বিলাল হোসেন জানান, জ্বালানির জন্য কিছু গেওয়া গাছ কাটা হয়েছে। 

এসব বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার এ বি এম হাবিবুল ইসলাম বলেন, ‘বিষয়টি অবগত হওয়ার পরপরই মামলা হয়েছে। বিষয়টি তদন্তে সংশ্লিষ্টতা মিললে কাউকে ছাড় দেওয়া হবে না।’

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা