হোম > সারা দেশ > খুলনা

ব্ল্যাংক চেক–স্ট্যাম্প দিয়ে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার ২ 

যশোরের মনিরামপুরে সরকারি চাকরি প্রত্যাশীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল বলে জানিয়েছে ডিবি। তাঁদের হেফাজতে থাকা ফটোকপি করা প্রার্থীদের ১৪৭টি প্রবেশপত্র, ১০০টি ব্ল্যাংক চেক ও ৩১০টি ব্ল্যাংক স্ট্যাম্প উদ্ধার করেছে। 

আজ শুক্রবার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মফিজুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় কেশবপুর উপজেলার শ্যামল দাস বাদী হয়ে ওই দুজনের নামে আজ ভোরে মনিরামপুর থানায় মামলা করেছেন। মামলা হওয়ার পর গ্রেপ্তার দুই আসামিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–দূর্গাপুর গ্রামের সামছুল মোড়লের ছেলে বুলবুল হোসেন (৪৬) ও হাকোবা গ্রামের সন্তোষ কুশারীর ছেলে পলাশ কুশারী (৪৩)। 

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন সরকারি চাকরি প্রত্যাশীদের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকায় চুক্তি করতেন। এরপর প্রার্থীর কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করে আগাম টাকা না নিয়ে তাঁরা ব্ল্যাংক চেক ও স্ট্যাম্প নিয়ে প্রার্থীর সঙ্গে প্রতারণা করে আসছিল। 

মামলার বাদী কেশবপুরের শ্যামল দাসের ছেলে সৌরভ কুমার দাস গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে যশোর জেলায় প্রার্থী ছিল। তাঁকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এই চক্রটি ১৩ লাখ টাকা চুক্তি করে ব্ল্যাংক চেক ও স্ট্যাম্প গ্রহণ করে। যদিও পরে বাদীর ছেলের চাকরি হয়নি। 

ডিবি আরও জানায়, গোপন সংবাদের পর গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে এই চক্রের সদস্যদের গ্রেপ্তারে মনিরামপুরে অভিযানে নামে তাঁরা। এরপর চক্রের হোতা বুলবুল ও পলাশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিদের হেফাজতে থাকা বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর করা ৩১০টি খালি নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ১০০টি চেক ও ১৪৭টি প্রবেশ পত্র জব্দ করা হয়েছে। যার মধ্যে যশোর জেলায় পুলিশের কনস্টেবল নিয়োগের ১৭টি প্রবেশপত্র রয়েছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা