হোম > সারা দেশ > খুলনা

পাইকগাছায় দুই দিনে দুই ঝুলন্ত লাশ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় দুই দিনে দুই ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধ ও বৃহস্পতিবার উপজেলার পৃথক স্থানে এ ঘটনা ঘটে। 

দুই দিনে দুই লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান। তিনি বলেন, ‘দুই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।’ 

থানা সূত্রে জানা গেছে, উপজেলার সোনাদানা ইউনিয়নের খালিয়ার চক গ্রামের কার্তিক চন্দ্র মণ্ডলের স্ত্রী সরস্বতী মণ্ডল (৪৫) গতকাল বৃহস্পতিবার রাতে বসতবাড়ির বারান্দায় গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। 

সরস্বতী মণ্ডলের পরিবার বলছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এলাকাবাসী বলছেন, স্বামী-স্ত্রীর মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করেছেন। 

অন্যদিকে গত বুধবার উপজেলার লস্কর ইউনিয়নের উত্তর খড়িয়া এলাকায় আপন সরকার নামের এক কিশোর (১৫) গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে স্থানীয় সুব্রত সরকারের ছেলে। 

সুব্রত সরকার বলেন, ‘আমার ছেলে ১০ম শ্রেণিতে লেখাপড়া করত। তার মায়ের কাছে পরীক্ষার ফি চাইলে আজকে দিতে পারবে না বলে জানায়। এতে সে রাগে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে।’

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে