হোম > সারা দেশ > ঝিনাইদহ

হত্যা মামলায় ঝিনাইদহের ২ জনের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে লেদ দোকানি শাহিন হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম এ রায় দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইসমাইল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জসিম উদ্দিন বাবু এবং একই এলাকার মিজানুর রহমান বাবুল। 

রায়ের বিবরণে জানা যায়, ২০২১ সালের ৫ জুন রাতে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের একটি দোকানে টিভি দেখে বাড়ি ফিরছিল শাহিন। এরপর আর বাড়ি ফেরেনি। পরদিন সকালের দিকে বাড়ি ও বাজারের মাঝামাঝি এলাকার একটি কলাবাগানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা শাহিনের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। 

পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই নিহতের পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় তদন্ত শেষে পুলিশ জসিম উদ্দিন বাবু ও মিজানুর রহমান বাবুলের বিরুদ্ধে ওই বছরেরই ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত জসিম উদ্দিন বাবু ও মিজানুর রহমান বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি