হোম > সারা দেশ > ঝিনাইদহ

হত্যা মামলায় ঝিনাইদহের ২ জনের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে লেদ দোকানি শাহিন হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম সাইফুল ইসলাম এ রায় দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ইসমাইল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জসিম উদ্দিন বাবু এবং একই এলাকার মিজানুর রহমান বাবুল। 

রায়ের বিবরণে জানা যায়, ২০২১ সালের ৫ জুন রাতে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের একটি দোকানে টিভি দেখে বাড়ি ফিরছিল শাহিন। এরপর আর বাড়ি ফেরেনি। পরদিন সকালের দিকে বাড়ি ও বাজারের মাঝামাঝি এলাকার একটি কলাবাগানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা শাহিনের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। 

পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই নিহতের পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় তদন্ত শেষে পুলিশ জসিম উদ্দিন বাবু ও মিজানুর রহমান বাবুলের বিরুদ্ধে ওই বছরেরই ৩১ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত জসিম উদ্দিন বাবু ও মিজানুর রহমান বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার