হোম > সারা দেশ > সাতক্ষীরা

চাঁদাবাজি-নাশকতা মামলায় সাংবাদিক রঘুনাথ কারাগারে

দেবহাটা ও সাতক্ষীরা প্রতিনিধি

বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় সাংবাদিক রঘুনাথ খাঁকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গতকাল সোমবার তাঁর বিরুদ্ধে দেবহাটা থানায় বিস্ফোরক ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। তবে তাঁর পরিবারের দাবি সাজানো মামলা দেওয়া হয়েছে। তিনি দীপ্ত টিভি ও বাংলা একাত্তর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি। 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, দেবহাটা থানার সাপমারা খাল ব্রিজ এলাকায় নাশকতার উদ্দেশ্যে সোমবার সকালে ককটেল বিস্ফোরণ করলে পুলিশ রঘুনাথ খাঁসহ তাঁর তিন সহযোগীকে আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া রঘুনাথ খাঁর বিরুদ্ধে চাঁদাবাজি আইনে অপর একটি মামলা হয়েছে। 

রঘুনাথ খাঁর স্ত্রী সুপ্রিয়া রাণী খাঁ বলেন, ‘মঙ্গলবার বিকেলে আমার স্বামীকে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালতে হাজির করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে তাঁর জামিন নামঞ্জুর করে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়।’

এদিকে সাংবাদিকের বিরুদ্ধে সাজানো মামলা দেওয়ার অভিযোগে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, অভিযোগটি সত্য নয়। তাঁকে সাপমারা খাল ব্রিজ এলাকা থেকে ককটেলসহ আটক করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের পিএন হাইস্কুল মোড় এলাকা থেকে সাংবাদিক রঘুনাথকে আটক করে পুলিশ। তবে দিনভর তাঁর কোনো সন্ধান না পেলেও রাত ১০টার দিকে দেবহাটা থানার ওসি জানান, ককটেলসহ সাংবাদিক রঘুনাথকে আটক করা হয়েছে দেবহাটার খলিশাখালী এলাকা থেকে। 

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক