হোম > সারা দেশ > খুলনা

খুলনায় রূপসা সেতুর টোল প্লাজা ২ ঘণ্টা ‘ব্লকেড’ ছাত্র-জনতার

খুলনা প্রতিনিধি

খুলনায় রূপসা সেতুর টোল প্লাজা ব্লকেড। ছবি: আজকের পত্রিকা

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণ দাবিতে রূপসা সেতুর টোল প্লাজায় ‘ব্লকেড’ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এই কর্মসূচির কারণে আজ মঙ্গলবার বেলা ৩টা থেকে টোল প্লাজার দুই পাশে যানবাহন আটকা পড়ে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। ফলে বিকেল সাড়ে ৫টার পর রূপসা সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ছাত্র-জনতার এই কর্মসূচি চলাকালে আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। পুলিশ কমিশনারের অপসারণ দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (একাংশ) নেতৃত্বাধীন ছাত্র-জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘আমাদের এই কর্মসূচি পূর্বনির্ধারিত। এই কমিশনারের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

এদিকে চলমান এই আন্দোলন বয়কট করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অপর একটি অংশ। তারা বলছে, এই আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।

এর আগে মঙ্গলবার বিকেলে মামলার আসামি পুলিশের এসআই সুকান্তকে আটক করে খানজাহান আলী থানা-পুলিশের কাছে সোপর্দ করে ছাত্র-জনতা। কিন্তু রাতেই থানা থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গত বুধ ও বৃহস্পতিবার কেএমপির সদর দপ্তর ঘেরাও করে পুলিশ কমিশনারসহ অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক