হোম > সারা দেশ > বাগেরহাট

বন বিভাগের অফিসে আবার বাঘ, ভিডিও করলেন বনরক্ষী

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের অভ্যন্তরে বন বিভাগের অফিসের সামনে আবারও বাঘের দেখা মিলেছে। বাঘের ভিডিও ধারণ করে বৃহস্পতিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন মোস্তাক আহমেদ নামের এক বনরক্ষী। এক মিনিট ষোলো সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বাঘটি ব্যারাকের সামনে ঘোরাফেরা করছে। পরে লোকজনের উপস্থিতি টের পেয়ে বনের দিকে চলে যায়। 

ভিডিও ধারণকারী সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য অফিসের বনরক্ষী মোস্তাক আহমেদ বলেন, ‘সোমবার (৭ আগস্ট) রাতে অন্য সময়ের মতো ডিউটি শেষে ঘুমিয়ে পড়ি। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখি কেন্দ্রের বাইরে একটি বাঘ দাঁড়িয়ে আছে। হঠাৎ করে বাঘ দেখে হতভম্ব হয়ে যাই। ভয়ে ভয়ে মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করি। একটু পরে বাঘটি বনের দিকে চলে যায়।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহাবুব হোসেন বলেন, ‘এর আগেও এলাকায় তিনটি বাঘের আনাগোনা দেখা গেছে। এর মধ্যে একটি বাচ্চা আর দুটি পরিণত। অভয়ারণ্য এলাকায় মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় বাঘগুলো অবাধে বিচরণ করতে পারছে। এ কারণেই সেখানে দায়িত্বরত কর্মকর্তারা বাঘের দেখা পাচ্ছেন। আমরা তাঁদের সতর্ক থাকতে বলেছি।’ এ ছাড়া বনে বাঘ বেড়েছে বলেও দাবি করেন এ কর্মকর্তা।

এর আগে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় তিনটি বাঘ ঘুরে বেড়াতে দেখা যায়। তখন ২৪ ঘণ্টা ধরে বাঘ তিনটিকে অফিসের আশপাশ এলাকায় ঘুরে বেড়াতে দেখেন বনরক্ষীরা।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার