খুলনা: দীঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়নের বাতিভিটা গ্রামে আতাই নদীতে হ্যাচা (স্থানীয় মাছ ধরার যন্ত্র) দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন বাবু খামারী। নদীতে একটি অসুস্থ হাঙ্গরের বাচ্চা দেখতে পান। তখন এলাকাবাসী মিলে হাঙ্গরের বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করেন। কৃত্রিম স্রোত তৈরি করে সাঁতরাতে সহায়তা করেন তারা।
কিন্তু এলাকাবাসীর সব চেষ্টা ব্যর্থ করে হাঙ্গরের বাচ্চাটিকে মারা গেছে। আজ শুক্রবার সকাল ১০টায় বাতিভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
দীঘলিয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম রাজিব বলেন, অনেক চেষ্টা করেও হাঙ্গরের বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁরা এটিকে সংরক্ষণের জন্য খুলনা বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছেন।