হোম > সারা দেশ > বাগেরহাট

মোরেলগঞ্জে ঘেরের মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ 

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে মাছের ঘেরের মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের বাইনতলা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান। তিনি বলেন, ‘বাইনতলা গ্রামের জালাল শেখ ও তৈয়াবুর রহমানদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা হলেন জালাল শেখের পক্ষে মো. কালাম হাওলাদার, হানিফ হাওলাদার, মো. মিরাজ মল্লিক, মো. বাবু মল্লিক, মো. খালেক হাওলাদার, মো. মুরাদ হাওলদার, মানিক হাওলাদার, কাদের হাওলাদার, শাহিনুর বেগম। তৈয়াবুর রহমানের পক্ষের চয়ন হাওলাদার, জাকির, শহিদুল, এমরান, রাজু ও রাকিব।

জালাল শেখের ছেলে মো. সাগর হাওলাদার বলেন, ‘তৈয়াবুর রহমান ও তাঁর লোকজন কয়েক বছর আগে ইজারা নিয়ে আমাদের জমিতে ঘের করেন। মাত্র এক বছর আমাদের চুক্তির টাকা দিয়েছিল, আর দেয়নি। পরে জোরপূর্বক আমাদের জমিতে ঘের করে আসছেন। আজকে আবারও আমাদের জমি দখলের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কাটছিলেন। বাধা দিলে তাঁরা আমাদের ওপর হামলা করেন। এতে আমাদের অনেকেই আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। আমরা হামলাকারীদের বিচার চাই।’

এদিকে জালালের ছেলের অভিযোগ অস্বীকার করে তৈয়াবুরের ছেলে চয়ন হাওলাদার বলেন, ‘জালাল শেখ ও আমাদের ঘের পাশাপাশি। নিজেদের জমি থেকে মাটি কাটছিলাম। তখন তাঁরা আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ ছয়জন আহত হয়েছি। খামাখাই এই হামলা করেছে জালাল শেখের লোকজন।’

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা