হোম > সারা দেশ > বাগেরহাট

মোরেলগঞ্জে ঘেরের মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ 

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে মাছের ঘেরের মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের বাইনতলা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান। তিনি বলেন, ‘বাইনতলা গ্রামের জালাল শেখ ও তৈয়াবুর রহমানদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা হলেন জালাল শেখের পক্ষে মো. কালাম হাওলাদার, হানিফ হাওলাদার, মো. মিরাজ মল্লিক, মো. বাবু মল্লিক, মো. খালেক হাওলাদার, মো. মুরাদ হাওলদার, মানিক হাওলাদার, কাদের হাওলাদার, শাহিনুর বেগম। তৈয়াবুর রহমানের পক্ষের চয়ন হাওলাদার, জাকির, শহিদুল, এমরান, রাজু ও রাকিব।

জালাল শেখের ছেলে মো. সাগর হাওলাদার বলেন, ‘তৈয়াবুর রহমান ও তাঁর লোকজন কয়েক বছর আগে ইজারা নিয়ে আমাদের জমিতে ঘের করেন। মাত্র এক বছর আমাদের চুক্তির টাকা দিয়েছিল, আর দেয়নি। পরে জোরপূর্বক আমাদের জমিতে ঘের করে আসছেন। আজকে আবারও আমাদের জমি দখলের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কাটছিলেন। বাধা দিলে তাঁরা আমাদের ওপর হামলা করেন। এতে আমাদের অনেকেই আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। আমরা হামলাকারীদের বিচার চাই।’

এদিকে জালালের ছেলের অভিযোগ অস্বীকার করে তৈয়াবুরের ছেলে চয়ন হাওলাদার বলেন, ‘জালাল শেখ ও আমাদের ঘের পাশাপাশি। নিজেদের জমি থেকে মাটি কাটছিলাম। তখন তাঁরা আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ ছয়জন আহত হয়েছি। খামাখাই এই হামলা করেছে জালাল শেখের লোকজন।’

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার