সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে ডুবে তাহারাত হোসেন নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আবাদচণ্ডীপুর গ্রামে ঘটনাটি ঘটে। সে পাশের কালীগঞ্জ উপজেলার সাতপুর গ্রামের আব্দুস সালাম রানা ও শরিফা দম্পতির একমাত্র সন্তান।
নিহত শিশুর মামা ফারুক হোসেন জানান, দুই দিন আগে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে তাহারাত। আজ দুপুরের দিকে পরিবারের সদস্যদের অসতর্কতার সুযোগে সে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিলন হোসেন জানান, মৃত অবস্থায় শিশু তাহারাতকে তাঁদের কাছে নেওয়া হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।