হোম > সারা দেশ > সাতক্ষীরা

দেবহাটায় ছাদ থেকে পড়ে আ.লীগ নেতার মৃত্যু

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঈমান আলী নামের এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। তিনি নওয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল গনির ভাই আব্দুল করিমের নির্মাণাধীন বাড়ির তদারক করতেন ঈমান আলী। আজ সকালে দ্বিতীয় তলার নির্মাণকাজ দেখতে যান তিনি। এ সময় কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং কাজের তদারক করছিলেন। হঠাৎ অসাবধানতার কারণে ছাঁদ থেকে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্মরত চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোনায়েম হোসেন বলেন, ‘আমার শ্বশুরবাড়িতে নির্মাণকাজ দেখতে যান তিনি। এ সময় মাথা ঘুরে অনাকাঙ্ক্ষিতভাবে পড়ে গিয়ে আহত হন। আমরা তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, ‘ছাদ থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যুর ঘটনা শুনেছি। সাধারণত এটি একটি দুর্ঘটনা বলা যেতে পারে। তবে বিষয়টি কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

কিছুদিন আগে ঈমান আলী হজ শেষ করে দেশে ফিরেছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। এ ছাড়া গাজীরহাট বাজার কমিটির সভাপতি ছিলেন।

এদিকে ঈমান আলীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা