হোম > সারা দেশ > খুলনা

নৌকার পক্ষে ভোট করায় গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় নৌকা প্রতীকের পক্ষে ভোট করায় লিটন আলী নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য প্রার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জয়ী প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা নবীর উদ্দিন গুরুতর আহত হন। দুজনকেই কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা গুরুতর। 

আজ রোববার সকাল ৮টার উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর বাজারে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পরিবারসূত্রে জানা যায়, লিটন উপজেলার জুনিয়াদহ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের মির্জাপুর মালিথা পাড়ার বাসিন্দা। তিনি নিজেও এবারের ইউপি নির্বাচনে ওই ওয়ার্ডে সদস্য পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এ ছাড়াও তিনি আওয়ামী লীগের প্রার্থী সাহেদ আহমেদ শওকতের নৌকা প্রতীকের একনিষ্ঠ কর্মী ছিলেন। 

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত ১১ অক্টোবর জুনিয়াদহ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী ‘বিদ্রোহী’ প্রার্থী হাসানুজ্জামান হাসানের লোকজন লিটনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন করেছে। 

লিটনের চাচাতো ভাই বিশু বলেন, ‘মো. ফারদেসের নেতৃত্বে রনি, বেল্টু, লিটন, নিজাম, জিয়াসহ অনেকেই এসে লিটনকে তুলে নিয়ে যায়। তাদের বাড়ি মির্জাপুর হাটের উত্তর পাড়ায়। মো. ফারদেস জয়ী চেয়ারম্যান হাসানের পক্ষের কর্মী।’ 

বিশু আরও বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে লিটনের মাছের খামার দামুসী বিল থেকে তাঁকে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় মারতে মারতে নিয়ে যায়। পরে মির্জাপুর বাজারে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হয়। এ সময় ১০-১৫ জন বেদম মারধর করে। তাঁর বাবা উদ্ধার করতে গেলে তাঁকেও খুব মারধর করে ফেলে রাখে তারা।’ 

বিশু বলেন, ‘প্রায় ৪ ঘণ্টা বেঁধে রেখে নির্যাতন করা হয় লিটনকে। এরপর নতুন চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান ঘটনাস্থলে এসে বলেন “অনেক মারধর হয়েছে। এখন ছেড়ে দে”। এই কথা বলে তিনি আমাদের হাতে তুলে দেন।’ 

এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী সাহেদ আহমেদ শওকত বলেন, ‘সে ছিল আমার কর্মী। নৌকার পক্ষে নির্বাচন করার কারণে আজ লিটনকে গাছের সাথে বেঁধে আমার বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ করা হাসানুজ্জামান হাসান ও তার লোকজন মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন চালিয়েছে। এ অমানবিক নিষ্ঠুর নির্যাতনের তীব্র নিন্দা ও দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।’ 

শওকত আজকের পত্রিকাকে আরও বলেন, ‘শুধু লিটন নয় শনিবার দিবাগত রাতে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হরিপুরে কেরামত কবিরাজের ছেলে সুজনের বাড়িতেও আগুন দিয়েছে তারা।’ 

অভিযোগের বিষয়ে জানতে বিজয়ী ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান হাসানের ফোনে দুপুর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরিচয় দিয়ে খুদেবার্তা পাঠালেও তিনি ফোন ধরেননি। 

লিটনকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে হাসানের পক্ষের মো. ফারদেসের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ছিলাম নারে ভাই। কী হয়েছে জানি না।’ 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ বিষয়ে বলেন, ‘স্থানীয়দের সূত্রে পরস্পরবিরোধী অভিযোগ পাচ্ছি। ঘটনা যাই হোক, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এখনো কোনো অভিযোগ পাইনি। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি