হোম > সারা দেশ > যশোর

শার্শায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

নিহত বৃদ্ধা রহিমা খাতুন। ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম রহিমা খাতুন (৭০)। তিনি এই গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী। অভিযুক্ত অপু হোসেন (৩০) ও তাঁর পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে।

স্থানীয়রা জানান, রহিমা খাতুনের ছেলে মিজানুর প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপুর কাছে টাকা পেতেন। পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায় দুই পরিবারের মধ্যে ঝগড়া হতো। এদিন দুপুরে রহিমা মাঠে যান কলা পাড়তে। এ সময় অপুদের বাড়ির সামনে এলে অপু ও রাহিমার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অপু রহিমাকে মারধর করতে পাকা রাস্তার ওপর ফেলে দিলে রহিমা মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর সদর হাসপাতালে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ফিরোজা খাতুন জানান, তিনি রান্না করছিলেন। গন্ডগোলের আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন অপু রহিমাকে মারধর করছেন। পরে শোনেন রহিমা মারা গেছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, পাওনা টাকা নিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে নিহতের পরিবার কোনো অভিযোগ দায়ের করেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা