বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় পত্রিকা বিক্রেতা মো. আলম শেখ (৪৮) গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় ইন্তেকাল করেছেন। দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে তিনি ওই এলাকায় পত্রিকা বিক্রি করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
উপজেলার শ্যামবাগাত গ্রামের মরহুম নকীব উদ্দিন শেখের ছেলে আলম নিজ বাড়িতে রাত ৮টার দিকে অসুস্থ হয়ে পড়েন। এর কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
আলমের স্ত্রী ডাক্তারের উদ্ধৃতি দিয়ে জানান, ব্রেইন স্ট্রোকের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
তাঁর নামাজের জানাজা শনিবার (০২ অক্টোবর) সকাল ১০টায় শ্যামবাগাত বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন, পিলজংগ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন, মো. আসাদুজ্জামান তুহিন ও মো. সেলিম শেখ সহ কয়েক হাজার মানুষ।
উল্লেখ্য মো. আলম শেখ ১৯৯৩ সাল থেকে দীর্ঘ প্রায় ৩০ বছর সুনামের সঙ্গে কাটাখালী এলাকায় পত্রিকার ব্যবসা পরিচালনা করে আসছেন। তাঁর অকাল মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।