হোম > সারা দেশ > কুষ্টিয়া

জিয়া ক্ষমতা দখল করেননি, ক্রান্তিকালে দায়িত্ব নিয়েছেন: ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইবিতে বের করা র‍্যালি। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা দখল করেননি, বরং মানুষের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এক ক্রান্তিকালে তাঁকে দায়িত্ব নিতে হয়েছিল। এটা করতে হয়েছিল মানুষের মুক্তির জন্য, অর্থনীতির মুক্তি জন্য ও রাজনীতির মুক্তির জন্য।’

ইবির প্রতিষ্ঠাতা জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার এক বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে প্রশাসন ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরের উদ্দেশে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কর্মসূচিতে উপাচার্য ছাড়াও সহ-উপাচার্য এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মনজুরুল হক, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, জিয়া পরিষদের সভাপতি মো. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রক্টর মো. শাহিনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সহ-উপাচার্য এয়াকুব বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী একটু অন্যভাবে পালন করছে। কারণ, তিনি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের মাটিতে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার।’

পরে ক্যাম্পাসে থাকা গরিব-দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এ ছাড়া জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম এবং বাদ জুমা কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা