হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী ৪ দিনের রিমান্ডে

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে দুই মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আফরোজ এই রিমান্ড মঞ্জুর করেন। 

র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, জেলা বিএনপির দলীয় কার্যালয় ও দলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আগস্ট মাসের ১৯ ও ২৪ তারিখে সদর থানায় দুটি নাশকতার মামলা করা হয়। সেই মামলার ১ নম্বর আসামি ছিল নায়েব আলী জোয়ারদার। 

তিনি শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায়। তখন নিজ বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়। 

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে। 

উল্লেখ্য, ৪ আগস্ট বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আওয়ামী লীগের মিছিল শেষে নেতা–কর্মীরা এ অগ্নিসংযোগ করে বলে অভিযোগ রয়েছে।

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা : প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক

জামায়াতে যোগ দেওয়ায় হিন্দুদের মনে শান্তি এসেছে: কৃষ্ণ নন্দী