হোম > সারা দেশ > ঝিনাইদহ

অস্ত্র মামলায় উপজেলা জামায়াতের আমিরের ১৭ বছরের কারাদণ্ড

ঝিনাইদহ ও কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহে অস্ত্র আইনের মামলায় জামায়াতের সাবেক উপজেলা আমির ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন। 

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্টের পিপি ইসমাইল হোসেন। দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলামের বাড়ি কোটচাঁদপুর উপজেলা শহরের পশ্চিমপাড়ায়। তিনি কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি ঝিনাইদহ জেলা জামায়াতের শূরা সদস্য বলে জানা গেছে। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের নিজ বাড়িতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন তাজুল ইসলাম। সে সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে জামায়াতের আমির তাজুল ইসলামকে আটক করলেও অন্য সঙ্গীরা পালিয়ে যায়। 

আটকের পর রাতে স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বাড়ি থেকে একটি দেশীয় এলজি শাটারগান ও চার রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনের দুটি ধারায় কোটচাঁদপুর থানায় পৃথক মামলা করা হয়। 

ওই বছরের ১৬ ডিসেম্বর তদন্ত শেষে পুলিশ মামলার অভিযোগপত্র দাখিল করে। মামলার সাক্ষপ্রমাণ শেষে আদালত তাজুল ইসলামকে দুটি ধারায় পৃথকভাবে ১০ বছর এবং আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার