কুষ্টিয়ার কুমারখালীতে গরু জবাইয়ের রক্ত অপসারণ নিয়ে দ্বন্দ্বের জেরে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তার নাম মো. সেলিম (৩৫)। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা গেছে, নিহত ব্যক্তি উপজেলার চরসাদিপুর ইউনিয়নের ঘোষপুর মধ্যপাড়ার মো. মুসার ছেলে। তিনি পেশায় ভাঙ্গারি মালের ব্যবসায়ী।
চরসাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী খাঁ বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. মেছের আলী বলেন, গরু জবাইয়ের রক্ত অপসারণকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় ঠেলাঠেলির বাজারে দু’পক্ষের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের মারামারি হয়। এ সময় কাঠের বাটামের আঘাতে সেলিম গুরুতর আহত হন।
মো. মেছের আলী আরও বলেন, ‘আহত হওয়ার পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেয়। এরপর সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে সাদিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুদ্দোজা বলেন, ‘নিহত সেলিম আমার সমর্থক। পূর্ব শত্রুতা করে প্রতিপক্ষের রবিউল প্রামাণিক, আমির হামজা, শহিদুল, শাহাজালাল বাঁশ ও কাঠের লাঠি এবং রড দিয়ে মাথায় আঘাত করেছিল। আজ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।’
আজ রাত ৮টার দিকে কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে।’