হোম > সারা দেশ > খুলনা

খুবির প্রধান ফটকের নাম ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ দিলেন শিক্ষার্থীরা

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রধান ফটকের নাম ‘বিজয় তোরণ’ থেকে পাল্টে ‘শহীদ মীর মুগ্ধ তোরণ’ করা হয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মীর মুগ্ধ তোরণ লেখা একটি পোস্টার প্রধান ফটকে সাঁটিয়ে দেন।

কোটা সংস্কার আন্দোলনে নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মুগ্ধ স্মরণে ফটকের এই নাম দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা মীর মুগ্ধের নামে স্লোগান দেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদ বলেন, ‘শহীদ মীর মুগ্ধ ভাইয়ের স্মরণে আজ থেকে খুবির প্রধান ফটকের নাম হবে শহীদ মীর মুগ্ধ তোরণ। তিনি কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন। আমরা তাঁর হত্যার বিচার চাই।’

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মুহিবুল্লাহ বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম আনুষ্ঠানিকভাবে শহীদ মীর মুগ্ধ তোরণ করা হয়েছে। কোটা আন্দোলনে শহীদ মীর মুগ্ধ স্মরণে এটা আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে ১৮ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান খুবির গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা