হোম > সারা দেশ > কুষ্টিয়া

ভেড়ামারায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ 

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা ১২ মাইল বিশ্বাস ডাল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণশ্রমিক ও মিরপুরের নওয়াপাড়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন মিন্টু (৪৭) এবং ঈশ্বরদী ইপিজেডের পোশাককর্মী ও একই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী শারমিন খাতুন (২৫)। তাঁরা মোটরসাইকেলের আরোহী ছিলেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে ১২ মাইল এলাকায় ঈশ্বরদীগামী মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাজ্জাদ হোসেন নামে এক মোটরসাইকেলচালক মারা গেছেন। এ সময় মোটরসাইকেলের আরোহী শারমিন সুলতানা গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা