হোম > সারা দেশ > খুলনা

খুলনায় যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. আব্দুর রহিম (২৮), তিনি সোনাডাঙ্গা মডেল থানার আদর্শ পল্লি এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকার একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন রহিম। এর কিছুক্ষণ পর ২-৩ জন যুবক তাঁর ওপর অতর্কিত হামলা চালান। তাঁদের ছুরিকাঘাতে রহিম মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় যুবকেরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আহত যুবকের চিৎকারে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। তবে কী কারণে তাঁর ওপর এ হামলা, তার কোনো তথ্য স্থানীয়রা জানাতে পারেননি।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সোনাডাঙ্গা আদর্শ পল্লির বাসিন্দা আব্দুর রহিম ফল কিনতে বয়রা বাজারে আসেন সন্ধ্যা ৭টার দিকে। ২-৩ জন যুবক তাঁকে প্রথমে ছুরিকাঘাত করেন এবং পরে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার রহস্য উদ্‌ঘাটন করার জন্য তদন্ত চলছে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার