হোম > সারা দেশ > খুলনা

খুলনায় যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মো. আব্দুর রহিম (২৮), তিনি সোনাডাঙ্গা মডেল থানার আদর্শ পল্লি এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকার একটি ফলের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন রহিম। এর কিছুক্ষণ পর ২-৩ জন যুবক তাঁর ওপর অতর্কিত হামলা চালান। তাঁদের ছুরিকাঘাতে রহিম মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় যুবকেরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। আহত যুবকের চিৎকারে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। তবে কী কারণে তাঁর ওপর এ হামলা, তার কোনো তথ্য স্থানীয়রা জানাতে পারেননি।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সোনাডাঙ্গা আদর্শ পল্লির বাসিন্দা আব্দুর রহিম ফল কিনতে বয়রা বাজারে আসেন সন্ধ্যা ৭টার দিকে। ২-৩ জন যুবক তাঁকে প্রথমে ছুরিকাঘাত করেন এবং পরে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার রহস্য উদ্‌ঘাটন করার জন্য তদন্ত চলছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার