হোম > সারা দেশ > খুলনা

ফকিরহাটে নির্বাচন বিরোধী লিফলেট বিতরণকালে গ্রেপ্তার ২

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের জন্য লিফলেট বিতরণের সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তাঁরা বিএনপির কর্মী। গতকাল শনিবার সন্ধ্যার দিকে ফকিরহাট উপজেলার সিংগাতী চৌরাস্তা মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম। 

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট জেলার সদর উপজেলার পুর্ব সায়ড়া এলাকার আকুল রায়ের ছেলে তাপস কুমার রায় (৪৭) এবং একই জেলার সদর উপজেলার রণবিজয়পুর গ্রামের মৃত রিয়াজ উদ্দীন চাকলাদারের ছেলে চাকলাদার হাফিজুর রহমান (৫৫)। 

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে ফকিরহাট উপজেলার সিংগাতী চৌরাস্তা মোড়ে তাপস কুমার রায় এবং চাকলাদার হাফিজুর রহমান অসহযোগ আন্দোলনের পক্ষে ও নির্বাচন বিরোধী লিফলেট বিতরণ করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে। 

ফকিরহাট মডেল থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, গ্রেপ্তারকৃত দুজনই বিএনপির কর্মী। এ সময় তাদের কাছ থেকে ৪টি লিফলেট উদ্ধার করা হয়েছে। তাদের একটি নাশকতা মামলায় আসামি করা হয়েছে। রোববার সকালে তাদের বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা