হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে ১০ মণের শাপলাপাতা মাছ, বিক্রি ৪৮ হাজার টাকায়

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটে ১০ মণ ওজনের এক বিশালাকৃতির স্টিং রে মাছ পাওয়া গেছে। স্থানীয়ভাবে এটিকে বলে ‘শাপলাপাতা’ মাছ। আজ মঙ্গলবার সকালে জেলেরা বাগেরহাট শহরের কেবি বাজারে মাছটি নিয়ে আসেন। বিশালাকৃতির মাছটি দেখতে অনেকেই ভিড় জমান। পাঁচ দিন আগে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে বিশালাকৃতির এই মাছ ধরা পড়ে।

কেবি বাজারে অনুপ কুমার বিশ্বাসের আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়েছে। মাছ ব্যবসায়ী জাফর ও জাকির সরদার ৪৮ হাজার টাকায় মাছটি কিনেছেন। বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড় সংলগ্ন হাটে ৩৫০ টাকা কেজি দরে পরে বিক্রি হয়েছে।

মাজার মোড় সংলগ্ন বাজারে আসা কেরামত আলী বলেন, মাইকে ১০ মণ ওজনের মাছ বিক্রির কথা শুনলাম। বাজারে এসে দুই কেজি কিনলাম। পুরো মাছ দেখতে পারিনি। 

অনুপ কুমার বিশ্বাস বলেন, পাথরঘাটার মাছ ব্যবসায়ী মাসুম কোম্পানির জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সকালে আমার আড়তে ৪৮ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। এত বড় মাছ খুব কম পাওয়া যায়। 

মাছ ব্যবসায়ী জাকির বলেন, ‘শাপলাপাতা’ মাছ খুবই সুস্বাদু। সাধারণত এক থেকে তিন মণের মাছ প্রায়ই পাওয়া যায়। সেগুলো খুচরা বাজারে আমরা ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করি। এটি যেহেতু অনেক বড়, তাই ৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছি। 

কেবি বাজার আড়তদার সমিতির সভাপতি আবেদ আলী বলেন, মাঝে মাঝে জেলেদের জালে বড় মাছ ধরা পড়ে। সকালে বিক্রি হওয়া ‘শাপলাপাতা’ মাছটির ওজন অন্তত ১০ মণ ওজনের। এর আগেও ২৭ কেজি ওজনের একটি কৈয়া ভোল মাছ (পোয়া) কেবি বাজারে নিয়ে এসেছিলেন জেলেরা। দেড় লক্ষাধিক টাকায় মাছটি বিক্রি হয়েছিল।

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা