হোম > সারা দেশ > খুলনা

‘আম্মা আমি ভালো আছি, চিন্তা করো না’ বলতেই ফোন কেটে যায় ইঞ্জিনিয়ার তৌফিকুলের

খুলনা প্রতিনিধি

ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে জিম্মি এমভি আবদুল্লাহ জাহাজটির ২৩ বাংলাদেশি নাবিকের মধ্যে রয়েছেন খুলনার তৌফিকুল ইসলাম। দস্যুদের কবলে পড়ার পর স্ত্রী ও মায়ের সঙ্গে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানান। বলেন, ‘আম্মা আমি ভালো আছি, চিন্তা করো না’, এরপরই ফোনের সংযোগ কেটে যায়। কথা বলার সময় তাঁর ফোনটি কেড়ে নেওয়া হয় বলে ধারণা পরিবারের। 

খুলনা মহানগরীর ছোটবয়রা করীমনগর এলাকার বাসিন্দা ও জাহাজের সেকেন্ড ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলাম। মঙ্গলবার বিকেল ৫টার পর মা ও স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে সবশেষ কথা হয় তাঁর। 

আজ বুধবার দুপুরে করিম নগরে তৌফিকুল ইসলামের বাড়িতে গিয়ে দেখা যায়, তার দুই সন্তান তাসফিয়া তাহসিনা (৭) ও আহমেদ রুসাফি (৫) কাঁদছে। বাবা ইকবাল হোসেন, মা দিল আফরোজ ও স্ত্রী জোবায়দা নোমান প্রায় বাকরুদ্ধ।

ইঞ্জিনিয়ার তৌফিকুল ইসলামের মা দিল আফরোজ আজকের পত্রিকাকে বলেন, ‘বউমার সাথে কথা বলার পর ও (তৌফিক) আমার সাথে কথা বলে। বলল-আম্মা আমি ভালো আছি, চিন্তা করো না। আমি বললাম চিন্তা তো লাগেই। কী করব যে অবস্থায় তোমরা আছ, বন্দী অবস্থায়, টেনশন তো হয়। এই বলতে বলতেই আর কথা নাই। মনে হলো মোবাইল ফোনটা কেড়ে নিল। এই শেষ কথা হয়েছে আমার সঙ্গে।’ 

তৌফিকুল ইসলামের স্ত্রী জোবায়দা নোমান বলেন, ‘বিকেল ৫টার দিকে কথা হয়েছিল। তিনি ফোনে বলেছেন, দোয়া করো। আমাদের সোমালিয়ায় নিয়ে যাচ্ছে, হয়তো আর যোগাযোগ হবে না। কী হবে কিছুই তো আসলে জানি না। এটাই শেষ কথা। এরপরে আম্মার (শাশুড়ি) সাথে কথা বলার সময় ফোনটা কেটে যায় এবং বন্ধ হয়ে যায়।’ 

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম থেকে ইফতেখার স্যার ফোন করে পরিবার থেকে লোক পাঠাতে বলেছিলেন। আমার মেজ ভাশুর এবং আমার ভাই দুজনে চট্টগ্রাম গেছেন। আমাদের দাবি একটাই সবকিছুর বিনিময়ে হলেও সে (তৌফিকুল) আমাদের মাঝে ফিরে আসুক। তার সহকর্মীরাও আল্লাহর রহমতে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসুক।’ 

এ দিকে ছেলের শোকে বাবা ইকবাল হোসেন অসুস্থ হয়ে পড়ায় তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলতে রাজি হননি।

আরও পড়ুন:–

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার