হোম > সারা দেশ > খুলনা

মাছ চুরির জন্য ডেকে নিয়ে হত্যা, মরদেহ মিলল চিংড়িঘেরে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামে মাছ চুরির জন্য বেলাল হোসেন (৩৫) নামের একজনকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করছে পরিবার। শুক্রবার সকালে রমজাননগর এলাকার একটি চিংড়িঘেরের পানিতে ভাসমান অবস্থায় বেলালের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, শুক্রবার সকালে চিংড়ির ঘেরে শ্রমিকেরা কাজ করতে গেলে বেলালের মরদেহ দেখতে পান। পরে সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। বেলাল একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের মা কুলসুম বেগমসহ পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েক সহযোগী মিলে বেলালকে মাছ চুরির জন্য ডেকে নেন। পরে অভ্যন্তরীণ কোন্দলের ঘটনায় মারধর করে বেলালের মরদেহ পানিতে ফেলে দিয়ে তাঁরা চলে যান। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে বেলাল বাড়ি থেকে বাইরে চলে আসেন এবং সেহরির সময়ও তিনি বাড়িতে ফেরেননি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে নেটের ব্যাগে থাকা মাছ ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা