হোম > সারা দেশ > খুলনা

মাছ চুরির জন্য ডেকে নিয়ে হত্যা, মরদেহ মিলল চিংড়িঘেরে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামে মাছ চুরির জন্য বেলাল হোসেন (৩৫) নামের একজনকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করছে পরিবার। শুক্রবার সকালে রমজাননগর এলাকার একটি চিংড়িঘেরের পানিতে ভাসমান অবস্থায় বেলালের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, শুক্রবার সকালে চিংড়ির ঘেরে শ্রমিকেরা কাজ করতে গেলে বেলালের মরদেহ দেখতে পান। পরে সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। বেলাল একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

নিহতের মা কুলসুম বেগমসহ পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েক সহযোগী মিলে বেলালকে মাছ চুরির জন্য ডেকে নেন। পরে অভ্যন্তরীণ কোন্দলের ঘটনায় মারধর করে বেলালের মরদেহ পানিতে ফেলে দিয়ে তাঁরা চলে যান। বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে বেলাল বাড়ি থেকে বাইরে চলে আসেন এবং সেহরির সময়ও তিনি বাড়িতে ফেরেননি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে নেটের ব্যাগে থাকা মাছ ও একটি লাঠি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার