হোম > সারা দেশ > সাতক্ষীরা

ভারতে পাচারকালে সীমান্তে স্বর্ণের বারসহ কারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৪টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ চোরাচালানের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরাগাছি সীমান্ত এলাকা থেকে স্বর্ণ জব্দ ও আটকের ঘটনা ঘটে। আটক যুবকের নাম জাহাঙ্গীর হোসেন (২৮)। তিনি কলারোয়া উপজেলার কেরাগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। 

এ বিষয়ে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, ‘ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কপিলউদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করে ও জাহাঙ্গীর হোসেনকে আটক করে।’

তিনি আরও বলেন, ‘পরে তল্লাশি করে ভ্যানের ব্যাটারি বক্সের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৬৩২ গ্রাম। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা।’ 

আটককৃত ব্যক্তিকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর এবং স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা আশরাফুল হক।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা