হোম > সারা দেশ > সাতক্ষীরা

ভারতে পাচারকালে সীমান্তে স্বর্ণের বারসহ কারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১৪টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ চোরাচালানের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরাগাছি সীমান্ত এলাকা থেকে স্বর্ণ জব্দ ও আটকের ঘটনা ঘটে। আটক যুবকের নাম জাহাঙ্গীর হোসেন (২৮)। তিনি কলারোয়া উপজেলার কেরাগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। 

এ বিষয়ে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, ‘ভারতে সোনার একটি বড় চালান পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর কপিলউদ্দীনের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সীমান্তের দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করে ও জাহাঙ্গীর হোসেনকে আটক করে।’

তিনি আরও বলেন, ‘পরে তল্লাশি করে ভ্যানের ব্যাটারি বক্সের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৬৩২ গ্রাম। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা।’ 

আটককৃত ব্যক্তিকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর এবং স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা আশরাফুল হক।

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা