হোম > সারা দেশ > কুষ্টিয়া

ফেসবুকে ছবি পোস্ট দেওয়ার জেরে বন্ধুকে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি এলাকায় তানজিল শেখ (১৮) নামের এক কলেজছাত্র নিহত হওয়ার ঘটনায় প্রধান আসামি ওবায়দুল শেখ ইমনকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে খুলনা রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফেসবুকে ছবি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বন্ধু তানজিলকে হত্যা করা হয় বলে র‍্যাবকে জানিয়েছেন ইমন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নিহত তানজিল শেখ কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ওয়াশী গ্রামের মনিরুল শেখের ছেলে। তিনি পান্টি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গ্রেপ্তার ওবায়দুল শেখ ইমন একই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

ইলিয়াস খান জানান, ইমনের ধূমপান করা অবস্থার একটি ছবি ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে গত শনিবার বিকেল ৩টার দিকে স্থানীয় পান্টি স্কুলমাঠে তানজিল ও তাঁর বন্ধু ইমনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর একপর্যায়ে ইমন পকেট থেকে ছুরি বের করে তানজিলের বুকে আঘাত করে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তানজিলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় গত সোমবার নিহতের বাবা বাদী হয়ে দুজনের নামসহ আরও দুই-তিনজনকে অজ্ঞাত আসামি করে কুমারখালী থানায় মামলা দায়ের করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তানজিলকে ছুরিকাঘাত করে হত্যার পর থেকে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন ইমন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় খুলনা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা