হোম > সারা দেশ > খুলনা

মহম্মদপুরে মাটি ফেলে সড়ক নষ্ট করায় ইটভাটার মালিককে জরিমানা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে পরিবহনের সময় সড়কে মাটি ফেলে চলাচলের অনুপযোগী করার অভিযোগে চুন্নু বিশ্বাস নামের এক ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো এই জরিমানা করেন। 

চুন্নু বিশ্বাস মহম্মদপুরের নাহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইটভাটা অটো ব্রিকসের মালিক। এই ইটভাটায় মাটি পরিবহনের জন্য তিনি নহাটা-খলিশাখালী সড়ক ব্যবহার করেন। 

উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন জানান, চুন্নু বিশ্বাস অনেকদিন ধরে ইটভাটায় মাটি নেওয়ার কাজ করে আসছিলেন। এতে সড়কে চলাচলে সমস্যার কথা জানিয়ে এলাকার সচেতন লোকজন উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন। 

এদিকে গত বৃহস্পতিবার নহাটা এলাকায় বৃষ্টি হলে পরিবহনের সময় ট্রাক থেকে পড়া মাটিতে সড়ক পিচ্ছিল হয়ে যায়। এতে ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। এরপর গতকাল শনিবার বিকেলে অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বলে জানায় উপজেলা প্রশাসন। 

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে কাঁদা-মাটি দ্রুত অপসারণের মাধ্যমে সড়কটি চলাচলের উপযোগী করে তোলার জন্য নির্দেশনা দেওয়া হয়।’

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা