হোম > সারা দেশ > বাগেরহাট

দেশে লুটপাটের মহোৎসব চলছে: নিতাই রায়

বাগেরহাট প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশে লুটপাটের মহোৎসব চলছে। আমাদের শ্রমিক ভাইয়েরা বিদেশে কষ্ট করে দেশে টাকা পাঠায়, আর লুটেরারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাঠায়।’ 

আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট শহরের সম্মিলনী মোড়ে বিএনপির কার্যালয়ে খুলনা বিভাগীয় সমাবেশের প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন।

নিতাই রায় বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ নানা উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে সরকার। বিনা ভোটের এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। বিএনপির নেতৃত্বে জনগণই এই সরকারকে ক্ষমতা থেকে নামাবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ 

নিতাই রায় চৌধুরী আরও বলেন, ‘বিএনপি গণতন্ত্র ও আন্দোলনমুখী দল। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে। সেই লক্ষ্যে সারা দেশে বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আগামী ৪ ফেব্রুয়ারি ১০ দফা দাবিতে প্রতিটি বিভাগে মহাসমাবেশ হবে। এই সমাবেশ সফল করতে ক্ষমতাসীনেরা নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে।’ সব বাধা-বিপত্তি উপেক্ষা করে নেতা-কর্মীদের সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা। 

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হীরু, হাফিজুর রহমান হাফিজ, বিএনপি নেতা শরিফুল কালাম কারীম, স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল ইসলাম শান্ত, কৃষক দলের নেতা আওছাফুদ্দৌলা জুয়েল, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ প্রমুখ। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার