হোম > সারা দেশ > মাগুরা

যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে তিন ভাইবোনসহ নিহত ৭

যশোর প্রতিনিধি

যশোর সদরে বাসচাপায় ইজিবাইকের ৭ যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন একই পরিবারের। তাঁদের বাড়ি যশোর সদরের সুলতানপুর গ্রামে।
 
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৫ জন হলেন ইজিবাইকের চালক যশোর সদরের সুলতানপুরের ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের হেলালের যমজ ছেলে হোসেন ও হোসাইন (২), মেয়ে খাদিজা (৭) এবং একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০)। অন্য দুজনের পরিচয় জানা যায়নি।

জাহাঙ্গীর হোসেন নামে স্থানীয় এক মুদিদোকানি জানান, যশোর থেকে ইজিবাইকটি ৭জন যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে যাচ্ছিল। পথে তেঁতুলতলা এলাকায় ইজিবাইকটি বাইপাস সড়কে নামতে গেলে পেছনে থেকে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৬ জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।’

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, তেঁতুলতলায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ ৭ জন নিহত হয়েছেন বলে জানতে পেরেছেন। বাস ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে। 

যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার