হোম > সারা দেশ > কুষ্টিয়া

গড়াই নদ থেকে বালু–মাটি তোলায় ৪ জনের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদ থেকে অবৈধভাবে বালু ও মাটি তোলায় ভ্রাম্যমাণ আদালতে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া ও সাঁওতা এলাকায় এ অভিযান চালানো হয়। 

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এ সময় কুমারখালী থানা–পুলিশ উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামের আমজাদ শেখকে পাঁচ দিন, চর বহলা গ্রামের ছবিদ শেখকে তিন দিন, সাঁওতা গ্রামের রাকিবুল ইসলামকে সাত দিন ও সাঁওতা গ্রামের মো. ছাহিদুলকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপড়া ইউনিয়নের গড়াই নদ সংলগ্ন চর চাপড়া ও সাওতা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে বালু ও মাটি তোলার অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

তিনি জানান, অবৈধ বালু-মাটি উত্তোলনের বিষয়ে প্রশাসন ও উপজেলা ভূমি অফিস জিরো টলারেন্স নীতিতে অটল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা