হোম > সারা দেশ > বাগেরহাট

মোল্লাহাটে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত ১ 

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে ইজিবাইকের ধাক্কায় পথচারী সুরতী বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের দেড়বোয়ালিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সুরতী বেগম উপজেলার গাংনী ইউনিয়নের মাতারচর গ্রামের মৃত পাচু শেখের স্ত্রী। এ ঘটনায় ইজিবাইকের যাত্রী মালেক মোল্লা (২০) আহত হয়েছেন। আহত মালেক মোল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মালেক মোল্লা উপজেলার কোদালিয়া গ্রামের ফুলমিয়া মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সুরতী বেগম সন্ধ্যা ৭টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের দেড়বোয়ালিয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় মোল্লাহাট থেকে ছেড়ে আসা যাত্রী বোঝাই একটি ইজিবাইক পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় ইজিবাইকের যাত্রী মালেক মোল্লাও রাস্তায় পড়ে আহত হন। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে ১৫ মিনিট পর সুরতী বেগমের মৃত্যু হয়। 

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, ‘আমরা নিহত বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি। ঘাতক ইজিবাইকটিকে আটক করা সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ 

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ