হোম > সারা দেশ > খুলনা

ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই, একজনকে ধরে গণপিটুনি

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনার পাইকগাছায় রাতের অন্ধকারে এক ইলেকট্রনিকস ব্যবসায়ীর কাছ থেকে হাতুড়িপেটা করে সাড়ে ৩ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করেছে তিন ছিনতাইকারী। এ সময় স্থানীয়রা ধাওয়া করে তুহিন দাশ (৩০) নামে একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

ব্যবসায়ী সাধন দেবনাথ (৪৫) জানান, শনিবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বাঁকা বাজারে নিজ দোকান বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সরকারি দীঘির পাড় এলাকায় পৌঁছালে তিন ছিনতাইকারী গতি রোধ করে এলোপাতাড়ি হাতুড়িপেটা করে তাঁর সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে সাড়ে ৩ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিল।

তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন এবং গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। আহত অবস্থায় ব্যবসায়ী সাধন দেবনাথকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রাড়ুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম জানান, আটক তুহিন দাশকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাচি শিকদার জানান, ব্যবসায়ী ও আটক ছিনতাইকারী উভয়কে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তুহিনের অবস্থার অবনতি হলে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক