হোম > অপরাধ > খুলনা

দীঘলিয়ায় দলিল লেখকদের কল রেকর্ডে ঘুষ কেলেঙ্কারি ফাঁস 

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি 

খুলনার দীঘলিয়া উপজেলার দলিল লেখকদের কথোপকথনের কল রেকর্ডে সাব-রেজিস্ট্রি অফিসের ঘুষ কেলেঙ্কারির তথ্য ফাঁস হয়েছে। বিশেষ করে এই কথোপকথনে দলিল লেখকেরা রেজিস্ট্রি বাবদ প্রতি লাখে সাব-রেজিস্ট্রারকে ৫০০ টাকা করে ঘুষ দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। একই সঙ্গে তাঁরা এভাবে আর ঘুষ দেবেন না বলেও ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিষয়েও মোবাইলে একে অপরের সঙ্গে আলোচনা করেছেন। 

জানা যায়, দলিল লেখকদের বিষয়টি ফাঁস হওয়ায় সাব-রেজিস্ট্রার দলিল করার ক্ষেত্রে দীর্ঘ বছরের প্রচলিত নিয়ম পরিবর্তন করে ‘কাগুজে নিয়ম’ চালু করেন। আর এ কারণেই ক্ষুব্ধ হয়ে দলিল লেখকেরা প্রতিবাদস্বরূপ দলিল লেখা বন্ধ করে দেন। এভাবে সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের পরস্পরবিরোধী অবস্থানের কারণে দীঘলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে গত তিন সপ্তাহ যাবৎ দলিল রেজিস্ট্রি বন্ধ রয়েছে। 

অন্যদিকে, সাব-রেজিস্ট্রার ও দলিল লেখকদের পরস্পরবিরোধী অবস্থানের মধ্যেই হঠাৎ করে গতকাল বুধবার দলিল লেখকেরা সংবাদ সম্মেলন করে স্ববিরোধী বক্তব্য দিয়েছেন। কল রেকর্ডে সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী বাড়ৈর বিরুদ্ধে ঘুষের আলোচনা হয়। কথোপকথনে দলিল লেখকেরা সবাই সাব-রেজিস্ট্রারের ঘুষ গ্রহণের বিষয়টি এক বাক্যে স্বীকার এবং তা বন্ধের ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন। 

কিন্তু হঠাৎ করে কী কারণে তাঁরা সংবাদ সম্মেলন করে স্ববিরোধী বক্তব্য দিয়েছেন, সে বিষয় নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দীঘলিয়া দলিল লেখক সমিতির সভাপতি মোড়ল মফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি সমিতির নামে দলিল লেখকদের কর্মবিরতির বিষয়টি স্বীকার করেন। 

দীঘলিয়া সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী বাড়ৈ ঘুষ গ্রহণের বিষয়টি অস্বীকার করেছেন। তবে অফিসে লেনদেনের বিষয়টি সরাসরি অস্বীকার না করলেও ‘সাব-রেজিস্ট্রি অফিসের বিষয়টি বোঝেন তো’ বলে এড়িয়ে যান। 

এ বিষয়ে জেলা রেজিস্ট্রার দিপক কুমার সরকার বলেন, দীঘলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রির জন্য অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে। এ কারণে দলিল লেখকদের একটি রসিদ প্রদানের কথা বলা হয়েছে। সেখানে অর্থ গ্রহণের সব লিপিবদ্ধ থাকবে। 

প্রসঙ্গত, এরই মধ্যে দীঘলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিলের ভ্রম (ভুল) সংশোধনের জন্য অর্থ দাবি এবং অসদাচরণের অভিযোগের তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি দীঘলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে এ বিষয়ে সংশ্লিষ্টদের সাক্ষ্য গ্রহণ করেন। তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা খুলনা সদর সাব-রেজিস্ট্রার মো. আনোয়ার হোসেন। অভিযোগ রয়েছে, সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী বাড়ৈ এবং অফিসের পেশকার (কেরানি) মো. আব্দুল গণি ১৩টি দলিলের ভুল সংশোধনের জন্য দলিলপ্রতি ৫ হাজার টাকা অর্থ দাবি করেন। একই সঙ্গে দলিল লেখক ফেরদাউস লিটুর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে