হোম > সারা দেশ > ঝিনাইদহ

দলীয় কোন্দলের জের, ঝিনাইদহে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের সুরাট মাধ্যমিক বিদ্যালয়ের পাশে যুবলীগ নেতা এনামুল হক এনামকে (৪২) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

আজ সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সে সুরাট গ্রামের ইব্রাহীম মোল্লার ছেলে এবং সুরাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সদর থানা যুবলীগের সদস্য আশরাফ হোসেন এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য কবির হোসেন জোয়ারদারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

এই বিরোধের জেরে বিকেলে সুরাট বাজার থেকে বাড়ি ফেরার পথে আশরাফ হোসেনের সমর্থক এনামুল হক এনাম সুরাট মাধ্যমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে প্রতিপক্ষের সমর্থকেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। সে সময় স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল বলেন, ‘এনামুল হকের ঘাড়, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়াই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ