হোম > সারা দেশ > ঝিনাইদহ

দলীয় কোন্দলের জের, ঝিনাইদহে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের সুরাট মাধ্যমিক বিদ্যালয়ের পাশে যুবলীগ নেতা এনামুল হক এনামকে (৪২) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

আজ সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সে সুরাট গ্রামের ইব্রাহীম মোল্লার ছেলে এবং সুরাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সদর থানা যুবলীগের সদস্য আশরাফ হোসেন এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য কবির হোসেন জোয়ারদারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

এই বিরোধের জেরে বিকেলে সুরাট বাজার থেকে বাড়ি ফেরার পথে আশরাফ হোসেনের সমর্থক এনামুল হক এনাম সুরাট মাধ্যমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে প্রতিপক্ষের সমর্থকেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। সে সময় স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল বলেন, ‘এনামুল হকের ঘাড়, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়াই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ