হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে শেখ মুজিবের ২ ম্যুরাল ভেঙে আগুন দিল ছাত্র-জনতা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে আগুন দিল ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

ঝিনাইদহে শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সামনে এবং গত বুধবার মধ্যরাতে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ম্যুরাল দুটি ভাঙচুরের পর আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর জেলা শিল্পকলা একাডেমির সামনে শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল পলিথিন দিয়ে কে বা কারা ঢেকে দেয়। বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ছাত্র-জনতা গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেখ মুজিবের সেই ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।

এর আগে গত বুধবার রাতে শহরের পায়রা চত্বর এলাকায় জড়ো হয় ছাত্র-জনতা। তারা মিছিল নিয়ে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়।

ঝিনাইদহে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে আগুন দিল ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু হুরাইরাকে ফোন করা হলে তিনি কেটে দেন।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, শহরের পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক

জামায়াতে যোগ দেওয়ায় হিন্দুদের মনে শান্তি এসেছে: কৃষ্ণ নন্দী