হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

দামুড়হুদায় আম কুড়াতে গিয়ে নারীর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঝড়ে আম কুড়াতে গিয়ে ডাল ভেঙে মাথায় পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম সকিনা খাতুন (৪৫)। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার তারিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সকিনা খাতুন দুই সন্তানের জননী। তিনি একই গ্রামের লাল মিয়ার স্ত্রী।

পরিবারের সদস্যরা জানায়, গতকাল সন্ধ্যায় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। সকিনা ও তাঁর দেবর ছমির উদ্দিন ঝড়ে নিজেদের বাগানের আম কুড়াতে যান। এ সময় একটি আমগাছের ডাল ভেঙে সকিনার মাথায় পড়ে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

সকিনার দেবর ছমির উদ্দিন বলেন, ‘ঝড়ের সময় ভাবির সঙ্গে আমি বাগানে আম কুড়াতে গিয়েছিলাম। এ সময় আমাদের বাগানের ফজলি আম গাছের ডাল ভেঙে ভাবির মাথার ওপর পড়ে। আমি নিজে অনেকক্ষণ ডাল উঁচু করে ধরেছিলাম। তবে ভাবিকে বের করতে পারছিলাম না। পরে বাড়িতে গিয়ে লোকজন ডেকে এনে ভাবিকে উদ্ধার করি। হাসপাতালে নেওয়ার পথে ভাবির মৃত্যু হয়।’

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মাথায় গাছের ডাল পড়ে সকিনা নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা