হোম > সারা দেশ > যশোর

কেশবপুরে সড়কে বাস উল্টে সুপারভাইজার নিহত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নবি মোড়ল ওরফে ইসলাম (৫২) নামে এক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৪ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের তেইশ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। 

নবি মোড়ল ওরফে ইসলাম পার্শ্ববর্তী সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামের ওমর মোড়লের ছেলে। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কেশবপুরের তেইশ মাইল নামক এলাকায় চুকনগর থেকে যাত্রী নিয়ে আসার সময় একটি বাস সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নবি মোড়ল ওরফে ইসলাম বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন আবু তাহের (২৮), মাহফুজা খাতুন (৩০), আবু বকর সিদ্দিক (৬৮) ও মিরা খাতুন (১৮)। 

খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক শংকর বিশ্বাস জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর জানান, বাসের সুপারভাইজার নবি ইসলাম মোড়লকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা