হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানের সীমানায় তামাকজাত দ্রব্য নিষিদ্ধ

প্রতিনিধি

সাতক্ষীরা: সাতক্ষীরার পৌর এলাকায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার দুপুরে টেকনিক্যাল স্কুলের সামনে এ উদ্যোগের উদ্বোধন করেন।

শিক্ষা প্রতিষ্ঠান দুটি হলো- সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা ও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এইড ফাউন্ডেশন ও বাংলাদেশ তামাক বিরোধী জোটভুক্ত সংগঠন মৌমাছির যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মশিউর রহমান বলেন, আমাদের প্রতিষ্ঠানের ১১০ মিটারের মধ্যে কোনো তামাকজাত দ্রব্যের দোকান থাকবে না। এ নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে রাস্তায় পেইন্টিং ও নো-স্মোকিং বোর্ড স্থাপন করা হয়েছে। মাদ্রাসার ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের দোকান থাকবে না।

এই কর্মসূচির উদ্বোধনে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মশিউর রহমান, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মনিরুজ্জামান, ইনস্ট্রাক্টর আবুল কালাম আজাদ, রঞ্জন কুমার সরকার, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান মুহতামিম মুহাম্মদ সিরাজুল ইসলাম ও মুহাম্মদ ইকবাল হোসেন, বাংলাদেশ তামাক বিরোধী জোটের স্থানীয় সংগঠন ‘মৌমাছি’র নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা কাজী মোহাম্মদ হাসিবুল হক প্রমুখ।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা