হোম > সারা দেশ > বাগেরহাট

বিদ্যালয়ের সামনে ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাট সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বাগেরহাট পৌরসভার সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলসংলগ্ন সড়কে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন ময়লা ফেলে যান। দুর্গন্ধে শিক্ষার্থীদের ক্লাস করা ও পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। এই সড়কের দুই পাশে পুরোনো পুলিশ লাইনস, পুলিশ লাইনস স্কুল ও বিদ্যুৎ অফিস থাকায় এখানে মানুষের চলাচলও বেশি। দীর্ঘদিন ধরে ভোগান্তির পরও সমস্যার কোনো সমাধান হচ্ছে না।

বক্তারা আরও জানান, আগেও এই সমস্যা সমাধানে কর্মসূচি পালন ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু তাতে সুফল মেলেনি। মানববন্ধনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যালয়ের সামনে ময়লা ফেলা বন্ধ না হলে তাঁরা ওই ময়লা ভ্যানে করে পৌরসভার সামনে ফেলে প্রতিবাদ করবেন।

বাগেরহাট সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে ময়লা ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

বক্তব্য দেন শেখ আল মামুন, মোহাম্মদ মাহবুবুল আলম, শেখ শহিদুর রহমান ভুট্টো, শামিম মুন্সি, মাহিন হাসনাইন সার্জা, রোহিত হালদার, শেখ আল-আমিন হোসেন, ইমন শেখ, শেখ বাহাউদ্দিন ফাহিম, রবিউল ইসলাম, শেখ আকিব আহসান, শুভ্রত মজুমদার, কাজী তাসকিন, সরদার আব্দুল্লাহ, জিসান কাজী, আব্দুল্লাহ ফকির, সিয়াম, অনিন্দ্য সাহা প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম বলেন, যেখানে ময়লা ফেলা হতো, সেটি পৌরসভার সেকেন্ডারি ডাম্পিং স্টেশন ছিল। শিক্ষার্থীরা আপত্তি করায় পরিচ্ছন্নতাকর্মীদের ওই এলাকায় বর্জ্য ফেলতে নিষেধ করা হয়েছে।

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি