হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় সাইক্লিং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরায় সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাক আহমেদ।

আজ সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় তারুণ্যের উৎসব ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা স্টেডিয়ামে সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান, সদস্য তৈয়ব হাসান শামসুজ্জামান প্রমুখ।

সাইক্লিং প্রতিযোগিতাটি জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের নারকেলতলা, খুলনা রোড, নিউমার্কেট, পাকাপুল, পোস্ট অফিস হয়ে আবার যথাস্থানে এসে শেষ হয়। প্রতিযোগিতায় প্রায় আড়াই শ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় বাংলাদেশ সাইক্লিংয়ের সদস্য মো. জুয়েল হাসান চ্যাম্পিয়ন হয়। প্রথম রানারআপ হয়েছেন তাওহিদ, তৃতীয় আকাশ, চতুর্থ সাকিব, পঞ্চম আবিদ, ষষ্ঠ আসফি এবং মেয়েদের মধ্যে সানজিদা বিজয়ী হন।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ