হোম > সারা দেশ > মাগুরা

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক

মাগুরা প্রতিনিধি

মাগুরা শহরে রোস্তম মল্লিক নামের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে মাগুরা সদর থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের আটক করা হয়। তবে তাঁদের পরিচয় বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

রোস্তম মল্লিক মাগুরা পৌর এলাকার পারলা গ্রামের প্রয়াত ঈমান উদ্দিন মল্লিকের ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক বলে তিনি জানিয়েছেন। সুস্থ হয়ে মাগুরা ফিরে থানায় মামলা করবেন বলে জানিয়েছেন রোস্তম মল্লিক।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মাগুরা সরকারি কলেজের উত্তর পাশের সড়কে তিনি হামলার শিকার হন। এ সময় এগিয়ে গেলে হামলার শিকার হন সঙ্গে থাকা তাঁর মেয়ে এবং স্ত্রীও। স্থানীয়রা তাঁদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।

ঢাকায় চিকিৎসাধীন রোস্তম মল্লিক বলেন, অনেক দিন পর ঈদে তিনি পরিবারের সদস্যদের নিয়ে মাগুরায় আসেন। গতকাল মঙ্গলবার কলেজ মসজিদের কাছে একদল কিশোর হকিস্টিক, দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁর শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এ সময় তাঁর মেয়ে এবং স্ত্রীও হামলার শিকার হন।

মোবাইল ফোনে তিনি বলেন, ‘আমি বিভিন্ন সময় এলাকার নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে পত্রিকা ও ফেসবুকে লেখালেখি করি। এসব কারণে আগেও আমি ডিজিটাল মামলার শিকার হয়েছি। পরিবারসহ হামলার শিকার হব ভাবতে পারিনি। হামলাকারীরা সবাই বয়সে কিশোর। আমার ধারণা, আমাকে হত্যার উদ্দেশ্যে কেউ তাদের পাঠিয়েছিল।’

এ বিষয়ে জানতে চাইলে মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কলিমুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর থেকে পুলিশ তৎপর রয়েছে। ইতিমধ্যে সাতজনকে আটক করা হয়েছে।

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ