হোম > সারা দেশ > খুলনা

ছাত্রীকে ধর্ষণের পর হত্যায় জড়িতদের ফাঁসির দাবি 

রূপসা প্রতিনিধি

সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে খুলনার রূপসায় মানববন্ধন করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রূপসা উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, ওই কিশোরী গত ১৮ জুন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে ২০ জুন সন্ধ্যায় বাড়ির পাশের বরজ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। 
মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাজি ইয়াহিয়া বলেন, ‘ওই কিশোরীর দাদা ও নানা দুজনই বীর মুক্তিযোদ্ধা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। এ ঘটনার পর রূপসা থানা-পুলিশ এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে প্রকৃত হত্যাকারীদের শাস্তি ও দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানাচ্ছি।’

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, জেলা মৎস্যজীবী লীগ সদস্য মুসা লস্কর, বীর মুক্তিযোদ্ধা মুনছুর আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ এবং সন্তোষ চিন্তাপাত্র, জলিল শিকদার, জগলু শিকদার, আব্দুস সাত্তার মোল্লা, আ. সবুর মোল্লা, ইন্তাজ ফকির, সালেক আহমেদ মোল্লা, শেখ আব্দুল মালেক, মোহাম্মদ আলী, আকবর মোল্লা প্রমুখ।

মানববন্ধন শেষে বীর মুক্তিযোদ্ধারা প্রশাসনিক কর্মকর্তা শেখ জাকির হোসেনের হাতে স্মারকলিপি তুলে দেন।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা