হোম > সারা দেশ > যশোর

বিদ্যালয়ের অফিসসহ শ্রেণিকক্ষের ফ্যান চুরি, গরমে শিক্ষার্থীদের ভোগান্তি

কেশবপুর (যশোর) প্রতিনিধি 

কেশবপুরের সাবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষের পাশাপাশি শ্রেণিকক্ষের বৈদ্যুতিক ফ্যানও চুরি হয়ে গেছে। ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরের সাবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৈদ্যুতিক ফ্যান, ব্যাটারি, মোটরসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত রোববার রাতে বিদ্যালয়ের জানালার গ্রিল কেটে এ চুরির ঘটনাটি ঘটে। আজ সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে দুটি শ্রেণিকক্ষের ফ্যান চুরি হওয়ায় শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। গরমে ঘেমে ক্লাস করতে হচ্ছে ওই দুই শ্রেণির শিক্ষার্থীদের।

বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চোরেরা বিদ্যালয়ের ভবনের পেছনের জানালা কেটে ভেতরে ঢুকে ৫টি বৈদ্যুতিক ফ্যান, পানি তোলার একটি মোটর, সোলার প্যানেলের একটি ব্যাটারিসহ বৈদ্যুতিক সরঞ্জামাদি চুরি করে নিয়ে গেছে। এ ছাড়া চোরেরা বিদ্যালয়ের অফিসকক্ষের আলমারির ড্রয়ারের তালা ভেঙে অফিশিয়াল কাগজপত্র তছনছ করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান বলেন, আজ সকালে বিদ্যালয়ে এসে বিভিন্ন মালামাল চুরি হওয়ার বিষয়টি দেখে থানায় লিখিত অভিযোগ করেছেন। শ্রেণিকক্ষের ফ্যান চুরি হওয়ায় শিক্ষার্থীদের গরমে ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার