হোম > সারা দেশ > যশোর

বিদ্যালয়ের অফিসসহ শ্রেণিকক্ষের ফ্যান চুরি, গরমে শিক্ষার্থীদের ভোগান্তি

কেশবপুর (যশোর) প্রতিনিধি 

কেশবপুরের সাবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষের পাশাপাশি শ্রেণিকক্ষের বৈদ্যুতিক ফ্যানও চুরি হয়ে গেছে। ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরের সাবদিয়া বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৈদ্যুতিক ফ্যান, ব্যাটারি, মোটরসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত রোববার রাতে বিদ্যালয়ের জানালার গ্রিল কেটে এ চুরির ঘটনাটি ঘটে। আজ সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে দুটি শ্রেণিকক্ষের ফ্যান চুরি হওয়ায় শিক্ষার্থীরা পড়েছে বিপাকে। গরমে ঘেমে ক্লাস করতে হচ্ছে ওই দুই শ্রেণির শিক্ষার্থীদের।

বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চোরেরা বিদ্যালয়ের ভবনের পেছনের জানালা কেটে ভেতরে ঢুকে ৫টি বৈদ্যুতিক ফ্যান, পানি তোলার একটি মোটর, সোলার প্যানেলের একটি ব্যাটারিসহ বৈদ্যুতিক সরঞ্জামাদি চুরি করে নিয়ে গেছে। এ ছাড়া চোরেরা বিদ্যালয়ের অফিসকক্ষের আলমারির ড্রয়ারের তালা ভেঙে অফিশিয়াল কাগজপত্র তছনছ করেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান বলেন, আজ সকালে বিদ্যালয়ে এসে বিভিন্ন মালামাল চুরি হওয়ার বিষয়টি দেখে থানায় লিখিত অভিযোগ করেছেন। শ্রেণিকক্ষের ফ্যান চুরি হওয়ায় শিক্ষার্থীদের গরমে ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার