হোম > সারা দেশ > খুলনা

খেজুরডাঙ্গায় বজ্রপাতে নিহত ১, আহত ৪ 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার খেজুরডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত ও এস্কাভেটরের চালকসহ চারজন আহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে মাছের ঘেরে মাটি কাটার সময় এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা যায়, নিহত ফারুক হোসেন (৪০) সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে। আর আহতরা হলেন খেজুরডাঙ্গা গ্রামের আমীর আলীর ছেলে ইরশাদ আলী (৩৫), মৃত ফটিক গাজীর ছেলে মহিদুল মজিদ (৪০), জোহর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও এস্কাভেটরচালক ঢাকার হুমায়ুন কবির।

এ বিষয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন খেজুরডাঙ্গা গ্রামের মহিদুল মজিদ বলেন, ‘খেজুরডাঙ্গা বিলে মাছের ঘেরে এস্কাভেটর মেশিন দিয়ে মাটি কাটার কাজ হচ্ছিল। মাটি কাটার সময় আমরা পাশে দাঁড়িয়ে ছিলাম। এ সময় শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। আমরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে ফারুক মারা যান। এ সময় আমরা চারজন আহত হই।’ 

লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জানান, মাছের ঘেরে মাটি কাটার সময় বজ্রপাতে ফারুক নিহত হয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ফারুকের মরদেহ খেজুরডাঙাস্থ বাড়িতে রাখা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, বজ্রপাতে হতাহতের বিষয়টি আমরা অবগত।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে