হোম > সারা দেশ > খুলনা

খেজুরডাঙ্গায় বজ্রপাতে নিহত ১, আহত ৪ 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার খেজুরডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত ও এস্কাভেটরের চালকসহ চারজন আহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে মাছের ঘেরে মাটি কাটার সময় এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা যায়, নিহত ফারুক হোসেন (৪০) সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের ছেলে। আর আহতরা হলেন খেজুরডাঙ্গা গ্রামের আমীর আলীর ছেলে ইরশাদ আলী (৩৫), মৃত ফটিক গাজীর ছেলে মহিদুল মজিদ (৪০), জোহর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০) ও এস্কাভেটরচালক ঢাকার হুমায়ুন কবির।

এ বিষয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন খেজুরডাঙ্গা গ্রামের মহিদুল মজিদ বলেন, ‘খেজুরডাঙ্গা বিলে মাছের ঘেরে এস্কাভেটর মেশিন দিয়ে মাটি কাটার কাজ হচ্ছিল। মাটি কাটার সময় আমরা পাশে দাঁড়িয়ে ছিলাম। এ সময় শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। আমরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে ফারুক মারা যান। এ সময় আমরা চারজন আহত হই।’ 

লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম জানান, মাছের ঘেরে মাটি কাটার সময় বজ্রপাতে ফারুক নিহত হয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ফারুকের মরদেহ খেজুরডাঙাস্থ বাড়িতে রাখা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, বজ্রপাতে হতাহতের বিষয়টি আমরা অবগত।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা