হোম > সারা দেশ > কুষ্টিয়া

নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, গ্রেপ্তার ২

কুষ্টিয়া প্রতিনিধি

কুমারখালীতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার কুমারখালীতে নারীর গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ভিডিওসহ দুটি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নারীর গোসলের ভিডিও ধারণ করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গেপ্তার মারুফ হোসেন (১৮) ও রেজাউল ইসলাম (৩০) উপজেলার চাপড়া ইউনিয়নের জয়নাবাদ চরপাড়া এলাকার বাসিন্দা। তাঁরা সম্পর্কে আত্মীয়, পেশায় দিনমজুর।

পুলিশ জানায়, গত সোমবার বাড়িতে এক নারীর গোসলের ভিডিও ধারণ করেন রেজাউল ও মারুফ। আজ সকালে ওই নারীকে ধারণ করা ভিডিও দেখিয়ে চাঁদা দাবি করেন তাঁরা। সকালে ওই নারী কুমারখালী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন এবং পুলিশ অভিযান চালিয়ে রেজাউল ও মারুফকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে ভুক্তভোগী আজকের পত্রিকাকে বলেন, ‘রেজাউল ও মারুফ গোপনে ভিডিও ধারণ করে টাকা দাবি করেছিল। সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছি।’

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা